জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, ‘ফ্যাসিজম সহ্য করা হবেনা, নিজেরাও ফ্যাসিষ্ট হবোনা। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে, একাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেয়াওয়া হয়েছে। নিজেরা (আওয়ামীলীগ নেতা-কর্মীরা) শত শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া ও ঘর বাড়ি করেছে। এখন তারা পালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।’
রোববার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানিয়া রব বলেন, আ স ম রব যেভাবে বিগত দিনে রামগতি ও কমলনগরের মানুষের উন্নয়নে কাজ করেছে আগামীতেও সে উন্নয়ন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই একাট্টা হয়ে রামগতির উন্নয়নের জন্য কাজ করবো। কে কি উন্নয়ন করেছে সেটা মানুষ বিবেচনা করবে।
তিনি আরও বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ড্যামি ভোট করে মানুষের ভোটের অধিকার হরন করেছে। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এখনই সময়, সবাই আগামী নির্বাচনে ভোট দিবেন।
চরগাজী ইউনিয়ন জেএসডি'র সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, জেএসডি'র সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডি'র জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর