কুমিল্লা জেলার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা বুড়িচং। সীমান্তবর্তী হওয়ায় এলাকার জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে অপরাধীদের বিচরণও। এমন সময়ে (২৩ নভেম্বর) রবিবার সন্ধ্যায় বুড়িচং থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন শাহিনুল ইসলাম। বিদায়ী ওসি আজিজুল হকের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিতেই তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন।
প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন,মাদক আমাদের সমাজের নীরব ঘাতক। যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার প্রথম অগ্রাধিকার—মাদকমুক্ত ও জুয়ামুক্ত বুড়িচং গড়ে তোলা।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবে। অপরাধ দমনে থানা পুলিশের নজরদারি বাড়ানো হবে এবং স্কুল–কলেজের আশপাশে বিশেষ টহল টিম মোতায়েন করা হবে, যাতে তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
ওসি শাহিনুল ইসলাম ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বুড়িচং থানায় যোগদানের আগে তিনি মনোহরগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা বলেও জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর