জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ বালু মহলে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে ৫০হাজার টাকা হারে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর বাঁশুরিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিজা রিছিলএর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন যাবৎ পিংনা ইউনিয়ন এলাকায় কতিপয় ব্যাক্তি অবৈধভাবে বালু উত্তোলণ করে বিক্রী করায় সরকারের বিপুল পরিমানে অর্থ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একইসাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর