ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
একটি সূত্র জানিয়েছে, ক্যান্টিনের একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো কর্মচারীর ক্ষতি হয়নি। সবাই সময়মতো বের হয়ে গেছেন।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর