বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “May Allah keep Bangladesh and people of Bangladesh safe.” আজ সোমবার রাত ৮টার দিকে তিনি এক ফেসবুক পোষ্টে এ প্রার্থনা করেন।
সম্প্রতি দেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশবাসীর নিরাপত্তা কামনা করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। তার পোষ্ট করা ছবিতে দেখা যায় তিনি পবিত্র ক্বাবা শরিফের সামনে দাঁড়ানো অবস্থায় রয়েছেন।
সাকিবের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং অসংখ্য সমর্থক তার সঙ্গে নিরাপত্তা ও শান্তির প্রার্থনায় অংশ নেন। তার ভক্তরা মন্তব্যে লিখেছেন, দেশের কঠিন সময়ে সাকিবের এমন বার্তা সবার মনোবল বাড়িয়ে দেবে।
দেশের প্রতি ভালোবাসা ও মানুষের নিরাপত্তার প্রতি দায়িত্ববোধ থেকেই এই দোয়া-বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
সাজু/নিএ
সর্বশেষ খবর