নিমিষেই ৪০ শতাংশ জমির ধান কাটা শেষ, বিধবা রাশেদা আক্তারের মুখে হাসি । এভাবে চাষী জয়নাল, সনাতন ধর্মাবলম্বী মিন্টুসহ একে একে ২০ বর্গা চাষির ৫ বিঘা জমির ধান কেটে দিলো পৌর বিএনপি,কৃষকদল ও যুবদলের ৪০ নেতাকর্মী ।
শুক্রবার সকাল থেকে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামের বর্গা চাষীদের ধান কেটে দেন তারা। শুধু কাটা নয়, বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়িয়েও দিবেন বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা, এমনটাই জানালেন পৌর বিএনপি'র সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ।
তিনি আরও বলেন, আমরা জানতে পারি শ্রমিক সংকট আর উচ্চমূল্য শ্রম হওয়ায় এ গ্রামের অনেক বর্গা চাষী ধান ঘরে তুলতে পারছেন না তখনই জেলা যুবলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এমন উদ্যেগ গ্রহন করি ।
এডভোকেট মেজবাহ বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদের দিন শেষ, যারা এসি রুমে বসে রাজনীতি করবেন তাদেরও দিন শেষ । প্রান্তিক কৃষকের পাশে থাকতে হবে, সাধারণ জনগণকে নিয়েই রাজনীতি করতে হবে । এভাবেই দেশ এগিয়ে যাবে ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারী সহ ছনুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর