মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আসন্ন ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সাবরিনা আক্তার, ওসি তদন্ত জহিরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুর রহমান আজাদ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও সরকারী নির্দেশনা মতে পালনের লক্ষ্যে বিশদ আলোচনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জামায়াত ইসলামীর জেলা নায়েবে আমির আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, ভবানীগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, মহিলা বিষয়ক অফিসে কর্মরত মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর