জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ের পর তাদের আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
এর আগে ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড, এবং বাকি দুইটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে আইনজীবী এবং ২০২৪ সালের জুলাই–আগস্টে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তদন্ত ও বিচার প্রক্রিয়ার পটভূমি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা দায়ের করা হয়।
বিচারকাজ শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। একই দিনে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর