দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তিকে সামনে রেখে প্রাণিসম্পদে অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ভালুকা উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার বিভিন্ন দিক পদক্ষিণ শেষে প্রাণিসম্পদ কার্যালয়ে সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশীয় পশু পাখির প্রদর্শনী, আধুনিক প্রযুক্তি, দুগ্ধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রদর্শনী স্টল এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানান আয়োজকরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর