“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা মিছিল ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। ভেটেরিনারি সার্জন ডা. সুলতান আহমেদএর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খামারি মোঃ রুহুল আমিন সেলিম, মিনহাজ উদ্দিন ও নারী উদ্যোক্তা জুলেখা বেগম।
অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা প্রদর্শনী মাঠে স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন। যেখানে হাঁস-মুরগি, গরু-ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন খামার সংশ্লিষ্ট প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হয়। সহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর