দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি, আমি সেই শক্তি আমি সেই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীয় উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এ প্রাণিসম্পদ শব্দের উদ্বোধন করা হয়। শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ কাযমী রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে। একজন উদ্যোক্তা অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে। প্রাণিসম্পদ খাত এখন সেই সুযোগ সৃষ্টি করেছে। দেশীয় জাতের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে খামারিরা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপর জোর দেন এবং খামারিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পাখি এবং পশুপালনের আধুনিক প্রযুক্তি, খামারিরা তাদের পালিত উন্নত জাতের গাভী, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, শৌখিন পাখি ও পোষাপ্রাণী প্রদর্শন করেন। এছাড়াও, প্রক্রিয়াজাত ভ্যালু অ্যাডেড পণ্য, ভ্যাকসিন, ওষুধ ও খাদ্য প্রস্তুতকারক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও সেবা প্রদানের জন্য অংশগ্রহণ করে।
সাজু/নিএ
সর্বশেষ খবর