বছরের শেষ দিকে এসে চাকরিজীবীদের জন্য মিলছে টানা তিন দিনের ছুটির সুযোগ। সরকারি সব প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার ছুটি থাকায় বৃহস্পতিবার কোনো ছুটি পড়লে তিন দিনের বিরতি ভোগের সুযোগ তৈরি হয়। এবার বড়দিনের ছুটি সেই সুবিধাই এনে দিচ্ছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুই দিন সাধারণ ছুটি রয়েছে। নভেম্বরে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বর মাসে রয়েছে দুটি ছুটি—বিজয় দিবস ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পড়ায় পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। ফলে বছরের শেষে মিলছে স্বস্তিদায়ক লম্বা বিরতির সুযোগ।
সাজু/নিএ
সর্বশেষ খবর