রিয়া মনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় । বুধবার (২৬ নভেম্বর) সকালে কামারগাঁও এলাকার র্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিয়া জামালপুরের চুনুটিয়ার হালিম মন্ডলের মেয়ে। তিনি স্বামী বাবুর্চি আদিলের সঙ্গে ওই কোয়ার্টারে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, বিয়ের নয় মাস পর দাম্পত্য জীবনে রিয়া মনিকে নিয়ে আদিল এখানে বসবাস শুরু করেন।
সকালে কোয়ার্টারের ঘরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ জানান, প্রাথমিকভাবে রিয়াকে কুপিয়ে হত্যার প্রমাণ মিলেছে। স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় অন্য কেউ জড়িত আছে কিনা, তদন্তেই তা পরিষ্কার হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর