কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক ( শাহিন শিকদার) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে সারাদেশের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের ১৫ মে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় এ কে এম ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফরিদুল হক শাহিন শিকদারকে বহিষ্কার করা হলো। এর আগে ১৩ মে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
তিনি উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এ বিষয়ে ফরিদুল হক শাহিন শিকদার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আমি সেটা মেনে নিয়ে ছিলাম। কিন্তু দলের সকল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি। এমনকি ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে ভূরুঙ্গামারীতে অগ্রনী ভূমিকা পালন করেছি। দল আমার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে এজন্য আমি দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ। আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা কর্মী নব উদ্যোমে কাজ করবো ইনশাআল্লাহ।
সাজু/নিএ
সর্বশেষ খবর