মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার চাচাতো বোনজামাই মো. তারেক আহমেদ চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।
পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজস্টিার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয় বলে এই আইনজীবী জানিয়েছেন।
গত ২১ নভেম্বর পপি একটি বেসরকারি টেলিভিশনে মো. তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ অভিযোগ করেছেন বলে নোটিশে বলা হয়েছে।
নোটিশ দেওয়ার সাত দিনের মধ্যে সেই বেসরকারি টেলিভিশনে ক্ষমা প্রার্থনা করতে এবং একই সঙ্গে জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা নাহলে এই নায়িকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।
আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বলেন, তার মক্কেল ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে আছেন। সাদিকা পারভিন পপির প্রয়াত চাচা প্রয়াত মিয়া কবির হোসেনের জামাতা হলেন তার মক্কেল তারেক আহমেদ চৌধুরী। বৈবাহিক সূত্রে তার সঙ্গে পপির আত্মীয়তার সম্পর্ক।
মাসুম/সাএ
সর্বশেষ খবর