বেতন কাঠামো সংস্কার নিয়ে সরকার দ্রুত অগ্রসর হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশন তার সুপারিশ চূড়ান্ত করবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে—এমন আলোচনা হয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সঙ্গে কমিশনের বৈঠকে।
বুধবার (২৬ নভেম্বর) পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান–এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। বৈঠকে বেতন গ্রেড কমিয়ে আনা, নতুন পে স্কেলের কাঠামো এবং গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে বিস্তারিত কথা হয়।
বাদিউল কবির জানান, কমিশন চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছেন যে দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন—নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হলে তারা কর্মসূচি দেবেন। দীর্ঘদিন কোনো অগ্রগতি না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিলেও বুধবারের আলোচনায় পরিস্থিতি কিছুটা ইতিবাচক হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর