চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মির্জাপুরে মনোনয়ন পরিবর্তনের দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। যিনি ১৩৬, টাঙ্গাইল- ৭ আসনে (মির্জাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।
তিনি আরও বলেন, এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে সমাধৃত হলেও ৯৬ এর পর বিশেষকরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে পরাজয় বরণ করতে হয়েছে। ভুল প্রার্থী মনোনীত করার কারনেই এমনটি হয়েছে। তাই প্রার্থী পরিবর্তন এখন সবার দাবি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও লতিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান, মির্জাপুর বিআরডিবির পরিচালক মাহফুজ মল্লিক টিপু, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি হাজী সোহরাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, পৌর কৃষকদলের আহ্বায়ক মান্নান খান মান্না, উপজেলা জাসাসের আহ্বায়ক হাশেম রেজা, সদস্য সচিব লেহাজ প্রমুখ।
প্রসঙ্গত, আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি মনোনয়ন পাওয়ার কয়েকদিন পর থেকে মনোনয়ন রিভিওয়ের জন্য সভা-সমাবেশ করে যাচ্ছেন সাইদুর রহমান সাইদ সোহরাব ও তার অনুসারীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর