ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ হিরনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ স্লোগান দেন।
বুধবার (২৬ নভেম্বর/২৫) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিএনপি আয়োজিত নারী সমাবেশে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য এবং জনসম্পৃক্ত নেতা আহমেদ তায়েবুর রহমান হিরনকে গোপন জরিপের মাধ্যমে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। মশাল মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর