আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল থাকবে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার জানাচ্ছে, বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা ফোন বন্ধ হবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন নিয়মে শুধুমাত্র বৈধভাবে আমদানি করা, অনুমোদিত ও মানসম্মত মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। ক্লোন, অবৈধভাবে আমদানীকৃত বা চোরাচালানকৃত ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।
নতুন মোবাইল কেনার আগে করণীয়
ফোন কেনার আগে তার বৈধতা যাচাই করতে হবে।
ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে NEIR ব্যবস্থায় নিবন্ধিত হবে।
মোবাইল বৈধ কিনা যাচাই করার পদ্ধতি
মেসেজ অপশনে লিখুন: KYD<space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (উদাহরণ: KYD 123456789012345)।
বার্তাটি পাঠান ১৬০০২ নম্বরে।
ফিরতি বার্তায় ফোনের বৈধতা সম্পর্কে জানানো হবে।
বিদেশ থেকে কেনা বা উপহারপ্রাপ্ত ফোন নিবন্ধন
neir.btrc.gov.bd পোর্টালে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
‘Special Registration’ সেকশনে আইএমইআই নম্বর দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ইমিগ্রেশন, ক্রয় রসিদ, কাস্টমস শুল্ক প্রমাণ) আপলোড করে সাবমিট করুন।
বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে, অবৈধ হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে বিচ্ছিন্ন করা হবে।
প্রয়োজনীয় নথি
পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও ইমিগ্রেশন সিলসহ পাতার ছবি/স্ক্যান।
ক্রয় রসিদ ও কাস্টমস শুল্ক পরিশোধ প্রমাণপত্র।
উপহারপ্রাপ্ত ফোনের ক্ষেত্রে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র।
বিটিআরসি মূলত অবৈধ ও ক্লোন ফোন বন্ধ করতে এই ব্যবস্থা নিচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, নতুন নিয়মের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্ক আরও নিরাপদ ও বৈধ হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর