রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের খোর্দবাসা গ্রামে বাড়ী যাওয়ার পথ আটকিয়ে জোর পূর্বক ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে একই গ্রামের উজ্জ্বল মন্ডলের বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষতি গ্রস্থ সিদ্দিকুর রহমান বাদী হয়ে পাংশা মডেল থানায় উজ্জ্বল মন্ডলের নামসহ থানায় অভিযোগ করেছেন।
এলাকাবাসি ও অভিযোগকারী সুত্রে জানাগেছে স্থানীয় ইনতাজ মন্ডলের প্রদ্যক্ষ মদতে তার ছেলে নাসিরুল ও তার লোকজন সাথে নিয়ে সেখানে জোর করে সিদ্দিকুর রহমানের বাড়ির পথ আটকিয়ে ঘর নির্মান করছে বলে অভিযোগ করেন সিদ্দিকুর রহমান।
এ ঘটনায় একাধিকবার পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিষেধ করার পরও কিছু তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নির্মাণ কাজ চলমান রয়েছে, ৫ জন রাজমিস্ত্রী কাজ করছেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা লক্ষ করা গিয়েছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শস্কা রয়েছে।
এ ব্যাপারে উজ্জ্বলের স্ত্রী বলেন আমরা জোর করে না নিজের জায়গায় ঘর উত্তোলন করছি।
পাংশা মডেল থানার সাব ইন্সপেক্টর ও কলিমহর ইউনিয়নের বীট অফিসার শাহরিয়ার বলেন লিখিত অভিযোগ পাওয়ার পরপরই সেখানে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি, আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর