বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শুধু তোমাদের প্রাপ্ত নম্বর বা জিপিএ নয়, অসীম সম্ভাবনা যা তোমাদের প্রত্যেকের ভেতরে সুপ্ত অবস্থায় আছে। তোমরা যারা আজ মেধার স্বাক্ষর রেখেছো, তোমরা প্রমাণ করেছো যে তোমরা কঠিনকে জয় করতে জানো।
কিন্তু মনে রাখবে, পুঁথিগত বিদ্যা তোমাকে ডিগ্রি দেবে, কিন্তু নেতৃত্বগুণ তোমাকে মানুষ হিসেবে অমর করবে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ অডিটোরিয়ামে বগুড়ার শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি সমৃদ্ধ শেরপুর-ধুনট এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২৫ এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় শেরপুর উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন সমৃদ্ধ শেরপুর-ধুনট এর মূল উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মী আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সভপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সভাপতি পিয়ার হোসেন, বিএনপি নেতা টুলু।
কুশল/সাএ
সর্বশেষ খবর