বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জিয়ামঞ্চ বাগেরহাট জেলা শাখার আয়োজনে জেলা যুবদলের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জিয়ামঞ্চ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শিকদার ইমরানের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক এস এম রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশের জন্য অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ মাহবুবুর রহমান ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর