বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন,আমি যদি সংসদ সদস্য বিজয়ী হই তাহলে আমার নির্বাচনী এলাকা দিরাই শাল্লা এলাকার যুব সমাজকে কর্মসংস্থান,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব।
বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর)সন্ধায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্টস্থ কুটুম বাড়ি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা কথা গুলো বলেন। এসময় শিশির মনির বলেন,সাগর রুনি হত্যার বিচার ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন,। তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার জন্য সকলকে আহবান জানান। এ সময় তিনি আরও জানান, হাওর রক্ষা বাধেঁ কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের না রাখার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি জানান, নির্বাচনে সকল দলের অংশ গ্রহনে একটি সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতা মূলক নির্বাচন চাই, আমরা এক তরফা নির্বাচন করতে চাই না। আগামী নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন এবং নিজ নিজ অবস্থান থেকে সত্য ঘটনা তুলে ধরার জন্য আহবান জানান। এ সময় সুনামগঞ্জ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর