নড়াইলের কালিয়ায় 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার' প্রতিপাদ্যে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়া হরিবাসর মন্দিরে এই প্রতিনিধি সম্মেলন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। হরিবাসর মন্দিরের সভাপতি অশোক কুমার ঘোষ এতে সভাপতিত্ব করেন। নড়াইল জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক দাস সম্মেলনটি সঞ্চালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার কুন্ডু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, আমেরিকান টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি সহ-সভাপতি আবু রেজাই রাব্বি কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সদস্য সচিব সুমন রায়, যুগ্ম আহ্বায়ক তারক হাজরাসহ জেলা ও উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হিন্দু সংগঠনগুলোকে এক হয়ে নড়াইল-১ আসনের ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর