কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামক একটি স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী এন.ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক মনোনীত হন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি রফিকুল হাসান রনজু। সদস্য সচিব মনোনীত হন বীর মুক্তিযোদ্ধার সন্তান একেএম গোলাম কাদের রনি। সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্রিগাত অতিথি হিসেবে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
উপস্থিত সকলের সম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। আহ্বায়ক মনোনীত হওয়া রফিকুল হাসান রনজু বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা মুক্তিযোদ্ধার সন্তান একটি নির্দলীয় সংগঠন। এই সংগঠন মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা সহ দেশ গঠনে আত্ম নিয়োগ করবে। সেই সাথে মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের উপযুক্ত সম্মান নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর