বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নির্বাচনে দিন ব্যাপী উৎসব মূখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দেন।
নির্বাচনে মতিয়র রহমান ৩৭৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান, এ এইচ এম ওবায়দুর রহমান সুইট ৩৯৭ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পারভীন বানু, নূর মোহাম্মদ আজাদ রাব্বী, শরিফুল ইসলাম, খলিলুর রহমান ও আল কাওসার জনি। মোট ১৯৬০ ভোটারের মধ্যে ১০৮১ জন তাদের ভোট প্রদান করেন। নষ্ট ভোটের সংখ্যা হচ্ছে ৬২। সকাল ১০ থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত সাড়ে ১০ টায় চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেসমিন নাহার। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, সেক্রেটারী পদে ৬ জন ও সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন পরে জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর