জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড: আব্দুল মোমিন ফকির ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এ্যাড: শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ নির্বাচনে সর্বমোট ২০৫ জন ভোটারের মধ্যে ২০১ জন তাদের ভোট প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।
এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা ও ফিরোজ আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ্যাড: আব্দুর রহমান সরকার ও সহকারি কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী। ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
কুশল/সাএ
সর্বশেষ খবর