সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শহিদুল ইসলাম তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই উপজেলার বন্যাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন বলেন, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে শহিদুল ইসলাম রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে নিজবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দুরত্বে একটি খালের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেন। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর