বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলাম শেষ হয়েছে নানা নাটকীয়তা ও কৌশলগত প্রতিযোগিতার মধ্য দিয়ে। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ নিলামে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়াতে ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পরিকল্পনা ও সামর্থ্য অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড গঠন করে।
এবারের নিলামে ১৪৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেন। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ৫০০–এর বেশি, তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় ২৬০ জনকে। সন্ধ্যা ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত নিলামে কয়েকজন ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়।
নিলামের সর্বোচ্চ মূল্য উঠে আসে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ক্ষেত্রে। তাকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে ভিড়ায় চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্স তাদের স্কোয়াড শক্তিশালী করতে দলে নিয়েছে তাওহীদ হৃদয়কে ৯২ লাখ এবং লিটন দাসকে ৭০ লাখ টাকায়।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝের এই লড়াইয়ে শীর্ষ মূল্য পাওয়া ১০ ক্রিকেটারের তালিকায় নাম আসে আরও কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়ের। ঢাকা ক্যাপিটালস ৬৮ লাখ টাকায় দলে নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে, আর সমপরিমাণ মূল্যে তানজিম হাসান সাকিবকে দলে টানে রাজশাহী ওয়ারিয়র্স।
রংপুর রাইডার্স ৫৬ লাখ টাকায় দলে নিয়েছে নাহিদ রানাকে, একই দামে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে। ঢাকা ক্যাপিটালস আরও ৫২ লাখ টাকায় দলে নেয় মোহাম্মদ মিঠুনকে।
নোয়াখালী এক্সপ্রেস ৫০ লাখ টাকায় দলে নিয়েছে হাবিবুর রহমান সোহানকে, আর সিলেট টাইটানস ৪৭ লাখ টাকায় দলে ভিড়িয়েছে খালেদ আহমেদকে।
নিলাম শেষে দলগুলো এখন মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। এবারের আসরে স্থানীয় তারকারা যেমন উচ্চমূল্য পেয়েছেন, তেমনি বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিও বাড়তি প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর