প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রকল্পের স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টার পর কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে নিউমার্কেট–মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা কলেজসহ দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। শত বছরের শিক্ষা-পরিবেশ ও সুনাম ধরে রাখা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ম্লান হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের। তারা আরও জানান, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত ছাড়াই নেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না।
জানা গেছে, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের মতামত নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রস্তাব করেছে। সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে আইন জারির প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি কমিটি প্রশাসনিক ও একাডেমিক কাঠামো চূড়ান্ত করতে ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। খসড়ায় সাত কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ মডেলে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর—তিন স্তরের পাঠদান থাকবে।
অবরোধ কর্মসূচির কারণে ওই এলাকায় যানচলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়, তবে শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর