ঢাকার সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০টি গরুসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ৫ টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া থেকে ৩০ টি গরু ট্রাকে নিয়ে গরুর মালিক রওনা হয়। পরে রাত ২ টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপরে ট্রাকের চালক ও গরুর মালিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে ডাকাতির ঘটনাটি অবহিত করে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গরু ও ট্রাক ময়মনসিংহ এলাকা থেকে উদ্ধার করেছে। এঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনও ডাকাত সদস্যকে আটক করা যায়নি। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর