বরিশাল-ভোলা সেতুর দাবিতে বরিশালে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল-ভোলা সেতু নির্মানের দাবি দীর্ঘদিনের। বরিশালের সঙ্গে সড়ক পথে ভোলার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এখনো নৌ পথই একমাত্র ভরসা। সেতু না থাকায় ভোলা জেলার গ্যাস বরিশালে সরবরাহ করা যাচ্ছেনা। উন্নত হচ্ছেনা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির। তাই ভোলা জেলার উন্নয়নের জন্য ভোলা বরিশাল-সেতু নির্মানের দাবি জানান বক্তারা।
অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। আয়োজিত মানববন্ধনে ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর