জয়পুরহাটে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদ। যোগদানের পরেই তিনি সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম। যু গান্তর প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, প্র থম আ লো প্রতিনিধি রবিউল ইসলাম, নিউ জ ২৪ প্রতিনিধি হারুনর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মিনা মাহমুদা আগে মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন বলে জানান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর