হালুয়াঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধারাবাজারে।
ইব্রাহিম মার্কেট চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে গণ দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ- ১ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির,হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,এমরান সালেহ প্রিন্সের সহ ধর্মিনী সৈয়দা আফরোজা এমরান পাপিয়া,ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর