বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকালে জেলা শহরের আলকুবা হিফজুল কুরআন একাডেমির শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সদস্য সচিব মো. আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. শাফায়াত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব শাহারুল আলম। দোয়া পরিচালনা করেন আলকুবা হিফজুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক হাফেজ ওসমান গনি। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার নুরানি শিক্ষক হাফেজ রাহাতুল ইসলাম ও হাফেজ মঈন উদ্দিন।
দোয়া অনুষ্ঠানের বক্তব্যে শাফায়াত উল্লাহ বলেন,‘বেগম খালেদা জিয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কারাগারে নিয়ে পরোক্ষ নির্যাতন করায় আজ বেগম খালেদা জিয়ার এই দুরবস্থা। দেশের স্বার্থে আল্লাহ তাঁকে দ্রæত সুস্থ করে দিবেন আমরা সেই কামনা করছি।,
অনুষ্ঠানের বিষয়ে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন,‘সংগঠনের নতুন কমিটি হওয়ার পর এটিই আমাদের প্রথম কর্মসূচি। দেশের এই অনিশ্চয়তাময় মুহূর্তে খালেদা জিয়া গোটা জাতির আস্থার প্রতীক। আল্লাহ যেন তাকে আরও কিছুদিন এই জাতির মাঝে জীবিত রাখেন এটাই আমাদের কামনা।,
কুশল/সাএ
সর্বশেষ খবর