রৌমারীতে জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর জাতীয় গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ আট দলের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী দলগুলো স্বাগত মিছিল করেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৮ দলের লিয়াজোঁ কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হায়দার আলীর নেতৃত্বে একটি স্বাগত মিছিল বের করা হয়। স্বাগত মিছিলটি বালিকা বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এবং একটি পথসভা করে।
এ সময় বক্তব্য রাখেন আন্দোলনরত ৮ দলের রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হলেন, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. মোকছেদ আলী, মো. আলবারি আনসারী, মো. ইদ্রিস আলী ও মো. শাহাদত হোসেন প্রমুখ।
আন্দোলনরত ৮টি ইসলামি দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর