রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো কাওছার আলীর ২ টি পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে দেশি প্রজাতির মাছসহ লক্ষ্যধীক টাকার মাছ নিধন করছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কাওছার আলী থানায় লিখিত অভিযোগ দিয়েও তার মেলেনি কোন প্রতিকার। তিনদিন আগে অভিযোগ দিলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে সময় পায়নি, অভিযোগ কারী ও এলাকা বাসীরা হতাশ।
মঙ্গলবার সকালে সরে জমিনে গিয়ে দেখা যায় ২ টি পুকুরে মাছ মরে ভেসে রয়েছে, স্থানীয়রা সে মরা মাছ মেরে নিয়ে যাচ্ছে, এ নিয়ে একাধিকবার এই ইউপি সদস্যর পুকুরে মাছ নিধনের ঘটনা ঘটছে।
কাওছার আলী বলেন ইতি পূর্বেও আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছিল, শতাধিক সুপারি গাছ, লিচু গাছ,কলাগাছ কেটে ফেলছিল একই দুষ্কৃতিকারীরা।
স্থানীয় একধিক ব্যাক্তি বলেন মাঝে মধ্যে কাওছার আলীর এমন ক্ষতি সাধন করা হয় তবে কে বা কারা প্রতিবারই এমন শত্রুতা করছে তা আমাদের বোধহয় একেবারেই হচ্ছে না।
ক্ষতিগ্রস্থ কাওছার আলী বলেন ৩০ নভেম্বর নিজে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি আজ পর্যন্ত পুলিশ বিষয়টা দেখতেও আসেনি, আমরা থানা পুলিশের সহযোগিতা পাচ্ছি না। আমি মিডিয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) ওসি তদন্ত আব্দুল গনিকে ফোন করলে তিনি বিষয়টা দেখবেন বলে জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর