১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (অর্ধদিবস) এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি, দীর্ঘদিনের বেতন-গ্রেড বৈষম্য দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিলে এমন কর্মসূচিতে যেতে হতো না।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোর, ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় বার্ন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে কর্মসূচি কার্যকর থাকবে।
আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের পরবর্তী ধাপের কর্মসূচি আরও কঠোর। ৪ ডিসেম্বর সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হবে, যা পুরো কর্মদিবস চলবে। এর মধ্যেও দাবিগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউনে যাবে আন্দোলনকারীরা।
টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলছেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই দুই পেশাকে বছরের পর বছর অবহেলা করা হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন। তাদের মতে, দ্রুত সমাধান না পেলে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা-পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর