সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ আাড়াই ঘণ্টা পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপযুক্ত বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকদের বলেন, সানোয়ার হোসেন ছানু নামে এক বিএনপি নেতার নেতৃত্বে ২০/২৫ জন ট্রাক শ্রমিক অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসের কর্মচারিকে মারধোর করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবীতে সড়ক অবরোধ করা হয়েছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ৩০ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র কের সানোয়ার হোসেন ছানুর দ্বন্দ্ব হয়। এ ঘটনার জের ধরে ২০/৩০টা মোটর সাইকেল নিয়ে এসে ট্রাক শ্রমিক অফিসে হামলা ও ভাংচুর চালায়। এ সময় অফিসের স্টাফকে মারধোর করে। এ ঘটনায় আজ সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১২টার পর তারা ব্যারিকেড তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর