রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি সেখানে গিয়ে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তথ্য নেন। পরে দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, বর্ষীয়ান এই রাজনৈতিক নেত্রী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি আরও বলেন, দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো তিনিও সময়োপযোগী সুস্থতার জন্য প্রার্থনা করছেন, যেন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরতে পারেন।
জামায়াতে ইসলামীর আমির আরও উল্লেখ করেন, সুস্থতা আল্লাহর বিশেষ নিয়ামত এবং আল্লাহ চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দিতে পারেন। তিনি খালেদা জিয়ার পরিবারের সদস্যদের জন্যও ধৈর্য ও শক্তি কামনা করেন এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানান—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এই ‘মজলুম’ মানুষের সুস্থতার জন্য দোয়া করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর