গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় তিনি মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া আদায় করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান।
রাশেদ খান লেখেন, পেছন থেকে তার শ্যালক টেনে না ধরলে বড় বিপদ ঘটতে পারত। অল্পের জন্য বেঁচে যাওয়াকে তিনি আল্লাহর বিশেষ দয়া হিসেবে উল্লেখ করেন এবং লাখোকোটি শুকরিয়া জ্ঞাপন করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর