বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় সরিষাবাড়ী উপজেলার পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে, পৌরসভার ৬নং ওয়ার্ডে ও প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমএর নির্দেশনা দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপনএর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, মঙ্গলবার রাতে সরিষাবাড়ী প্রেসক্লাবের হলরুমে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুনীর সমর্থকরা দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা মাইঝবাড়ী ব্রীজ এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় ওয়ার্ড বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর