আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে রেসিং ক্লাব ও টাইগারের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে এক অস্বাভাবিক ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উত্তেজনার মুহূর্তে রেসিং ক্লাবের কোচ গুস্তাভো কোস্তাস ডাগআউটে বসেই ধূমপান করেন—যা ম্যাচ চলাকালে কঠোরভাবে নিষিদ্ধ।
গোলশূন্য ম্যাচটি পেনাল্টিতে গড়ালে টানটান উত্তেজনার সময় কোস্তাস সিগারেট ধরান। তিনি বিষয়টি আড়াল করার জন্য সহকারী কোচকে সামনে দাঁড়াতে বলেন, তবে ক্যামেরা তার সেই কৌশল ধরতে দেরি করেনি। লাইভ সম্প্রচারেই কোস্তাসকে ধূমপান করতে দেখা যায়।
যদিও রেসিং ক্লাব জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে, তবে কোস্তাসের এই আচরণ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ নিয়মভঙ্গের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না—এ নিয়ে আলোচনা চলছে এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর