গোপালপুরে মর্যাদাপূর্ণ শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) মহান বুদ্ধিজীবী দিবস ও (১৬ ডিসেম্বর) বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকাল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তুহিন হোসেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নবাব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা ভেটেনারি অফিসার ডাক্তার গোলাম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও রিবার পরিকল্পনা অফিস ডা. খাইরুল আলম, গোপালপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মহান বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসগুলোকে সুন্দর, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর