সিরাজগঞ্জের শাহজাদপুরে বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে র্যাব-১২ সদস্যরা সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীম (৪০) শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও হাবিুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
র্যাব -১২ কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান, গত ২৮ নভেম্বর সকালে পশ্চিম দুয়ারী এলাকায় নিজের শয়নকক্ষ থেকে নারী ইউপি পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল আলীমসহ পরিবারের সদস্যরা পলাতক ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই র্যাব-১২ আসামী গ্রেফতারে মাঠে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে সলঙ্গার হরিণ চড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর