নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনায় কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৩য় দিনের মতো তারা এ কর্মসূচি পালন করে।
এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। এতে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হয়।
কর্মসূচি থেকে বক্তরা জানান, ২৬ বছর ধরে তারা পদোন্নিত, গ্রেড উন্নীতকরণসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। এ সময় প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ এর দ্রুত বাস্তবায়ন চায় তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর