নির্বাচন কমিশনের সামনে টানা ১২৫ ঘণ্টা আমরণ অনশন কর্মসূচির পর অবশেষে মো. তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ এবং ‘জনতার দল’ নিবন্ধন পেতে যাচ্ছে। বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় আমরণ অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। দীর্ঘ অনশন ও নতুন করে আবেদন যাচাইয়ের পর কমিশন দুই দলকেই নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে পৌঁছায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক তালিকায় জায়গা না পাওয়া দুই দল অভিযোগ তোলে যে, সব শর্ত পূরণ করেও “রাজনৈতিক বিবেচনায়” তাদের বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই ৪ নভেম্বর থেকে শুরু হয় তারেক রহমানের আমরণ অনশন।
দীর্ঘ অনশন এবং দলগুলোর পুনর্বিবেচনার আবেদনের পর ইসি পুরো বিষয়টি নতুন করে মূল্যায়ন করে। সবশেষে দুই দলকেই নিবন্ধন দেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত জানায় কমিশন।
সাজু/নিএ
সর্বশেষ খবর