চীনে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছয় দেখালেও, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এসব তথ্য দিয়েছে।
সিইএনসি বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি।
স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, জিনজিয়াংয়ে আঘাত হানা ভূমিকম্পে সীমান্তবর্তী কিরগিজস্তানের কিছু এলাকাও প্রভাবিত হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভূমিকম্পে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনও ভবন ধস বা হতাহতের খবর পায়নি কাউন্টি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে।
সূত্র: রয়টার্স, সিনহুয়া
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর