আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই ধাপে মোট ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে বাকি রয়েছে আর মাত্র ২৭টি। অনেকেই ধারণা করেছিলেন, প্রথম ধাপে ঘোষিত ২৩৭টি আসনের পর ৬৭টি আসন শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু সেখান থেকে কমলো আরও ৩৬টি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।
দুই ধাপে ঘোষণা পর বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।
তিনি আরো বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে।
আমরা আমাদের যে অ্যালায়েন্স (শরিক) রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর