টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. তুহিন হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালপুর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৌর কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান, হিসাব রক্ষক মো. আতিকুর রহমান, টিকাদান সুপারভাইজার মো. ইকবাল রশিদ, পৌর কর নির্ধারক রঞ্জিত কুমার ঘোষ, লাইসেন্স ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, ফজলুর রহমান, আল মাসুদ, নুরুন্নবী সোহাগসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. তুহিন হোসেন দায়িত্ব পালনকালে গোপালপুর পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি জনসেবায় নিবেদিত ছিলেন। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্ব গোপালপুরবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার হাতে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোপালপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।
মাসুম/সাএ
সর্বশেষ খবর